বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফ’র হাতে আটক:১ নির্যাতনে গুরুতর আহত অপর একজন



নিজস্ব প্রতিবেদক।  ।   আজ বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত হতে আব্দুল লতিফ(২৫) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।অপরদিকে বিএসএফ’র নির্যাতনে আজম আলী (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিজিবি ও এলাকাবাসী জানায়,আজ বৃহস্পতিবার ভোরে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী বুড়িমারী সীমান্তের ৮৪৩নং মূল সীমানা পিলারের কাছে গরু আনার জন্য যায়।এসময় ভারতের চ্যাংড়াবান্ধা ৬১ বিএসএফের টহলরত দলের সদস্যরা তাদের আটক করে মারধোর করে।এসময় আজম আলী নামে একজন পালিয়ে আসতে পারলেও আব্দুল লতিফকে বিএসএফ ধরে নিয়ে যায়।পালিয়ে আসা গুরুতর আহত আজম আলী পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত আযম আলী বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের নজরুল ইসলামের ছেলে।এবং আটক হওয়া আব্দুল লতিফ নওগাঁ জেলার আত্রাই উপজেলার রফিকুল ইসলামের ছেলে।রংপুর ৬১বিজিবি’র অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এ ব্যাপারে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।